হিমালয় দুহিতার উষ্ণতায়

“আমি কবি নই, সাহিত্যিক নই, গল্পকারও নই। আবেগ প্রকাশের জন্য না লিখতে পারি কবিতা, না ক্ষমতা আছে অসাধারণ সাহিত্য সৃষ্টি করার, না সামর্থ্য আছে চমকপ্রদ গল্প লেখার। তবে কিভাবে আপনাকে বোঝাব কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমার মনের অনুভূতি? পৃথিবীতে আমার মায়ের চেয়ে সুন্দর সৃষ্টি আর নেই। কিন্তু কি করে অস্বীকার করব কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য? চেয়ে রইলাম অপলক চোখে। চোখের পাতা পর্যন্ত পড়ছে না! হে প্রভু! তুমি কত মহান! আজ এই চোখ দুটি যদি তুমি না দিতে তবে কি দেখতে পেতাম তোমার এ অপূর্ব সৃষ্টি?”